৫ই জানুয়ারির নির্বাচন জাতীয় মর্যাদাকে কলংকিত করেছে’

0
78
Print Friendly, PDF & Email

বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এই নির্বাচন আমাদের সম্মান ও জাতীয় মর্যাদাকে কলংকিত করেছে। সারা পৃথিবীর কাছে আমাদের মাথা নত করিয়েছে। পত্রিকায় ৫ই জানুয়ারির নির্বাচনের দিন প্রিজাইডিং অফিসারদের সিল মারতে দেখেছি। পুলিশকে ঘুম পারতে দেখেছি, কেন্দ্রের সামনে কুকুরকে শুয়ে থাকতে দেখেছি। আজ বুধবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাকে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দিনাজপুরের কর্ণাই গ্রামে নির্বাচন সহিংসতায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা পরিস্থিতি সরজমিনে দেখতে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভায় আরও বলেন, আমরা বিশ্ববাসীর কাছে আমরা গণতন্ত্রের কারণে এক সংগ্রামী জাতি। এটা আমাদের একটা গর্ব ছিলো। পৃথিবী আমাদের সম্মান করতো যে, খালি হাতে আমরা যুদ্ধ করতে করতে পাকিস্তানীকে পরাজিত করেছি। এর সব কিছুকে আমরা এখন ম্লান করে দিয়েছি। আমরা এক জাতি হতে ছেয়েছিলাম। কিন্তু আমরা বিভক্ত হয়ে গেছি। এখন আমাদের রাজনৈতিক বিভক্তি এতো তীব্র যে এক সময় আমরা এক সাথে কোন সামাজিক অনুষ্ঠানে যেতে পারবো না। মৃত্যুর পরে বিএনপি’র মাওলানারা আওয়ামী লীগের লাশকে জানাজা দিবে না। আওয়ামী লীগের মাওলানারা বিএনপি’র লাশকে জানাজা দিবে না। এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর সফর সঙ্গী ছিলেন, কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক বীরপ্রতীক হাবিবুর রহমান তালুকদার খোকা, জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু, বিএনপি নেতা আখতারুজ্জামান জুয়েলসহ কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন