খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছে রানা প্লাজায় নিহত ২০ শ্রমিকের পরিবার

0
120
Print Friendly, PDF & Email

সহযোগিতা পাওয়ার আশায় সাভারের রানা প্লাজা ট্রাজেডিতে নিহত ২০ শ্রমিকের পরিবারের সদস্যরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছে। তবে তারা এখনো খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেনি। দেখা করার আশায় তারা সেখানে অপেক্ষা করছেন।

বুধবার বিকাল পাঁচটায় নিহতের স্বজনদের খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে অপেক্ষা করতে দেখা গেছে। সহায়তার আশায় তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছেন।

দেখা করার আশায় বরিশাল থেকে আসা আব্দুর মান্নান বেপারী (৭০) শীর্ষ নিউজকে বলেন, রানা প্লাজার দুর্ঘটনায় আমরা ছেলে মো. রফিক নিহত হলেও তার কোনো সন্ধান পাইনি। হতাহতদের সরকার থেকে আর্থিক অনুদান দেয়া হলেও আমি কোনো সহায়তা পাইনি। ছেলেটি ছিল আমার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। আয় না থাকায় এখন আমাদের দুর্দিন চলছে। অনেক আশা করে বেগম খালেদা জিয়ার কাছে কিছু সাহায্য-সহায়তার জন্য এসেছি।

রানা প্লাজায় নিহত মমিনুল ইসলামের স্ত্রী শিখা আক্তার শীর্ষ নিউজকে বলেন, আমরা আজ সকালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে এসেছি। সকালে আমরা উনার বাসভবনের সামনে গেলে সেখান থেকে আমাদের এখানে আসতে বলা হয়।

কী কারণে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছেন প্রশ্ন করলে শীর্ষ নিউজকে শিখা আক্তার বলেন, আমরা উনার সাহায্য পেতে এসেছি। তিনি আমাদের যে সাহায করবেন আমরা তা গ্রহণ করবো।

শিখা আক্তার অভিযোগ করে বলেন, রানা প্লাজায় নিহতদের নাম ভাঙ্গিয়ে অনেকেই রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন। কিন্তু আমরা যারা স্বামী, ছেলে, মেয়ে, বোন হারিয়েছি তারা কিছুই পাইনি।

নিহতদের স্বজনদের মধ্যে সেখানে শাপলা, ফিরোজা বেগম, সাজেদা, রাশেদা বেগমসহ ২০ শ্রমিকদের পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন।

শেয়ার করুন