ভয়ে বাসে উঠেন না অর্থমন্ত্রী

0
114
Print Friendly, PDF & Email

সাঙ্গ পাঙ্গদের ভয়ে বাসে ভ্রমণ করতে পারেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এজন্য বাসে ওঠার অভিজ্ঞতা নেই মন্ত্রীর। তবে মাঝে মধ্যে তিনি রেল ভ্রমণ করেন।

বুধবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মেট্টোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার প্রসঙ্গ তুলে ধরলে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকার অনেক বড় প্রকল্প গ্রহণ করে। কিন্তু সেসব প্রকল্প অব্যাহত রাখে না। ৩০ বছর আগে অদক্ষতা ছিল। কিন্তু তখন দ্রুত কাজও হতো। এখন দক্ষতা বেড়েছে কিন্তু কাজ দ্রুত শেষ হয় না।

যোগাযোগ মন্ত্রণালয়ের কাজের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, একটু একটু করে কাজ হয়। দেশে কোনো টোল রোড নেই। কোনো উদ্যোক্তা আগ্রহী হলে ঢাকা-চট্টগ্রাম রোডে এক্সপ্রেসওয়ে নির্মাণ করে টোল আদায়ের মাধ্যমে বিনিয়োগ উঠিয়ে নিতে পারবে।

ব্যবসায়ীরা অর্থমন্ত্রীকে জানান, সপ্তাহে দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় তারা বর্হিবিশ্বের সঙ্গে তিনদিন ব্যবসায় পিছিয়ে পড়ছেন। এ কারণে ব্যবসায়ীরা শুক্রবার অন্তত আধাবেলা অফিস খোলা রাখার দাবি জানান।

ব্যবসায়ীদের এ দাবি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, অফিস খোলা রাখলে নামাজ বেশি হয়। শুক্রবার অফিস খোলা রাখা যাবে না। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন