শাহিনুর রহমান সোহাগ, হিলি স্থলবন্দর (হাকিমপুর) প্রতিনিধি:
হিলি সীমানত্মে বিভিন্ন সমস্যা নিরসন লৰ্যে ভারতীয় সীমানত্মরৰী বাহিনী (বিএসএফ)-এর আমন্ত্রণে বিজিবির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছে৷ আজ বুধবার সকাল ১১ টায় হিলি চেকপোষ্ট গেট দিয়ে ভারতে যান৷
এ সময় ফুলের তোড়া দিয়ে বিজিবিকে শুছেচ্ছা জানান বিএসএফ এর ৯৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রাজেন সুর ও ৭৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রম্নপেন্দ্র বরদোয়াজ৷
ভারতে প্রবেশের প্রক্কালে ৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল খসরম্ন সাবি্বর আহম্মেদ জানান, সীমানত্মে মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ ও স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আলোচনার হবার কথা রয়েছে৷ তিনি আরো জানান, দ্বিপাৰিক এ বৈঠকটি ভারতের হিলি বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হবে৷
এ সময় বিএসএফ এর আমন্ত্রণে বিজিবির পৰে ভারতে যান ৩ বিজিবির সদ্য যোগদানকারি সিও লে. কর্নেল আঃ রাজ্জাক তরফদার, ৪০ ব্যটালিয়নের সিও লূত্ফুল করিম ও অন্যান্য অফিসারবৃন্দ৷