বসবাসের অযোগ্য নগরীর তালিকায় শীর্ষে ঢাকা

0
142
Print Friendly, PDF & Email

দ্য টেলিগ্রাফ পত্রিকা প্রকাশ করেছে বিশ্বের বসবাসের অযোগ্য শীর্ষ ১০ শহরের তালিকা। Economist Intelligence Unit এর global liveability study মূলত বিশ্বের বিভিন্ন শহরের অপরাধ মাত্রা, সংঘর্ষের আশঙ্কা, চিকিৎসা ব্যবস্থার মান, গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ, তাপমাত্রা, স্কুল ও যাতায়াত ব্যবস্থার উপর ভিত্তি করে পরিচালিত হয়েছে। আর এর মাধ্যমেই উঠে আসে একটি শহর কতটুকু বসবাসের যোগ্য কিংবা অযোগ্য সেই তথ্যটি। এবার বিশ্বে সবচেয়ে বসবাসের অযোগ্য নগরী হিসেবে শীর্ষস্থান দখল করেছে ঢাকা। এর আগে এই স্থানে ছিল সিরিয়ার গোলযোগপূর্ণ দামেস্ক শহর। এবার তালিকায় দামেস্কের কোন নাম নেই।

তালিকায় এসব নগরীর অপরাধের মাত্রা, হুমকি, স্বাস্থ্যসেবা, সেন্সরশিপের মাত্রা, তাপমাত্রা ও স্কুল ও যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে এ জরিপ করা হয়। মোট ১০০ সূচকের ওপর ভিত্তি করে রেটিং প্রকাশ করেছে সংগঠনটি। ঢাকার রেটিং ৩৮.৭।

২. তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাপুয়া নিউগিনির পোর্ট মোরসবাই (৩৮.৯)।
৩. তৃতীয় অবস্থানে নাইজেরিয়ার লাগোস (৩৯)।
৪. চতুর্থ স্থানে জিম্বাবুয়ের হারারে (৩৯.৪)।
৫. পঞ্চম অবস্থানে আলজেরিয়ার আলজিয়ার্স (৪০.৯)।
৬. ষষ্ঠ স্থানে পাকিস্তানের করাচি (৪০.৯)।
৭. সপ্তম স্থানে লিবিয়ার ত্রিপোলি (৪২.৮)।
৮. অষ্টমে ক্যামেরুনের দৌআলা (৪৩.৩)।
৯. নবম স্থানে ইরানের তেহরান (৪৫.৮)।
১০. দশম স্থানে আইভরিকোস্টের আবিদজান (৪৫.৯)।

শেয়ার করুন