সন্ধ্যার পর সৈয়দ আশরাফ অন্য জগতে থাকেন: শাহ মোয়োজ্জেম

0
97
Print Friendly, PDF & Email

সন্ধ্যার পর সৈয়দ আশরাফ অন্য জগতে থাকেন বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের খালেদা জিয়াকে দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম ও ক্ষমা চাওয়ার দাবি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আশরাফ সাহেব এ কথা কখন বলেছেন তা দেখার বিষয়। তিনি যদি দিনের বেলায় বলে থাকেন তাহলে বিবেচনা করা হবে। আর যদি সন্ধ্যার পরে বলেন তাহলে তাকেই তার কথা ভুলে যেতে হবে। কারণ ওই সময় তিনি অন্য জগতে থাকেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া বুঝেই বলেছেন। সুতরাং তিনি ক্ষমা চাইবেন না, বক্তব্যও ফিরিয়ে নেবেন না।’

শাহ মোয়াজ্জেম বলেন, ‘প্রহসনের নির্বাচনে ৫ শতাংশ ভোট পেয়ে ক্ষমতা নিয়েছেন। বাকি ৯৫ শতাংশ লোক ভোটে অংশগ্রহণ করেনি। এতেই বুঝা যায় ৯৫ শতাংশ লোক শেখ হাসিনার নেতৃত্ব মেনে নেয়নি।

তিনি বলেন, ‘শেখ হাসিনা বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে চলছে। জনগণ শেখ হাসিনাকে আওয়ামী লীগ থেকে পরিবর্তন চায়। কিন্তু যারা আওয়ামী লীগ করেন তারা না বুঝে শেখ হাসিনার পূজা করছেন।’

মোয়াজ্জেম আরো বলেন, ‘ভারতের কথা মতো এই দেশ চলছে। শেখ হাসিনা ভারতে পূজা করছে। দৈনিক ইনকিলাব ভারতের সৈন্য বাংলাদেশের একটি উপজেলায় ঢুকে পড়েছে এই কথা লেখায় বন্ধ করে দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া ভারতের হাতে সার্বভৌমত্ব সঁপে দিতে চায় না। শেখ হাসিনাই চায়।’

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলডিপির যুগ্ম-মহাসিচিব শাহাদাৎ হোসেন সেলিম, ম্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাছের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

শেয়ার করুন