২৬ জানুয়ারি ইউসুফের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষ্যগ্রহণ

0
75
Print Friendly, PDF & Email

একাত্তরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২৬তম ও শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন মামলার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ জানুয়ারি রোববার দিন ধার্য করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।

এর আগে জব্দ তালিকার দ্বিতীয় সাক্ষী প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) ক্যাটালগার রবিউল আনাম খানের (৫৬) সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষীর সাক্ষ্যগ্রহণে ট্রাইব্যুনালকে সহযোগিতা করেন প্রসিকিউটর মো. জাহিদ ইমাম।

রাষ্ট্রপক্ষের ২৫তম এ সাক্ষী সাক্ষ্যে বলেন, আমি রবিউল আনাম খান, বর্তমানে পিআইবির ক্যাটালগার হিসেবে কাজ করছি। আমার প্রতিষ্ঠান থেকে ২০০০ সালের ডিসেম্বর মাসের দৈনিক জনকন্ঠ এবং ২০০৮ সালের দৈনিক সমকাল পত্রিকা দুটির কপি জব্দ করেন মামলার তদন্ত কর্মকার্তা। আজ ওই দুই পত্রিকার জব্দ তালিকা উপস্থাপন করেছি। পত্রিকায় প্রকাশিত সংবাদের শিরোনাম হলো, ৭১ এ রাজাকারের প্রতিষ্ঠাতা ছিলেন একেএম ইউসুফ। তার নেতৃত্বে রাজাকার বাহিনী গঠন করা হয়।

সাক্ষ্যগ্রহণ শেষে ইউসুফের আইনজীবী গাজী এইচএম তামিম সাক্ষীকে জেরা করেন। জেরায় সাক্ষীর কাছে জানতে চাওয়া হয়, আপনি যে দুটি পত্রিকার অনুলিপি উপস্থাপন করেছেন ওই পত্রিকা দুটির সংবাদের বস্তুনিষ্ঠতা সম্পর্কে আপনার কোন ধারণা আছে। জবাবে রবিউল আনাম বলেন, পত্রিকার সংবাদের বস্তুনিষ্ঠতার বিষয়ে আমার কোনো ধারণা নেই। পরে আগামী ২৬ জানুয়ারি রোববার ইউসুফের বিরুদ্ধে ২৬তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।

গত বছরের ৬ সেপ্টেম্বর শুরু হয়ে ইউসুফের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের আরো ২৪ জন সাক্ষী।

শেয়ার করুন