ঢাকা শহর আরো বড় করা হবে

0
133
Print Friendly, PDF & Email

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা শহরকে আরো বড়ো করা হবে। পাশাপাশি ডিটেইল এরিয়া প্লান (ড্যাপ) দ্রুত বাস্তবায়নের জন্য গঠিত কমিটিও রিভিউ করা হবে।

বুধবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস এ্যাসোশিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিগত ৫ বছরে এই সেক্টরে কোনো প্লান পাস হয়নি। হয়নি কেনো উন্নয়নমূলক কাজও। যে সব কাজ হয়নি সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেন, রাজউকের প্রতি জনগণের আস্থা বেশি। এজন্য তিনি যতদিন এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন ততদিন সহযোগিতা অব্যহত থাকবে।

তিনি বলেন, ড্যাপের বর্তমান যে কমিটি রয়েছে তা রিভিউ করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।

তিনি আরো বলেন, জলাধার ও জলধারা উন্মুক্ত রেখে ভুমি উন্নয়নে আপত্তি নেই প্রধানমন্ত্রীর। পয়নিষ্কাষন বিষয়ক প্রকল্পগুলো দ্রুত ছাড়ের বিষয়েও তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

শেয়ার করুন