অনেক দিন পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নিরবতা ভেঙ্গে সরব হয়ে উঠেছে। বিএনপির সংবাদ সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন ধরে নিরবতা পালনকারী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে কেন্দ্রীয় কার্যালয়।
বুধবার দুপুরের সংবাদ সম্মেলনে বিএনপির বেশ কিছু সিনিয়র নেতা উপস্থিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ ফিরে এসেছে। দলের এ সংবাদ সম্মেলনে শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক হয়রানি ও সরকারবিরোধী কথা বলার অপরাধে যে সব নেতা এতো দিন পর্দার অন্তরালে ছিলেন তারা প্রকাশ্যে আসতে শুরু করেছেন। দল ও দলীয় নেতাকর্মীদের নতুন করে চাঙ্গা করতে নেতাদের এ সরব উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন দলের সাধারণ কর্মীরা।
এদিকে দীর্ঘদিন পর বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে আসতে শুরু করায় বিএনপির রাজনীতি নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। চাঙ্গা হতে শুরু করেছেন দলের নিস্ক্রিয় নেতাকর্মীরা।
এ ছাড়া আগামী দিনে বিএনপির চলমান আন্দোলনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ব্যাপারেও দলের নীতি-নির্ধারণী ফোরাম তৎপরতা চালাচ্ছে। এ নিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা ও ঢাকার আশপাশের জেলার নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি নিয়মিত যোগাযোগও করছেন।
প্রসঙ্গত, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সালাহউদ্দিন আহমদ, মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামিমুর রহমান শামীম, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সলাম আজাদ প্রমুখ।