নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য শাম্মি আক্তার বনানী থানায় দায়ের করা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় জামিন পেয়েছেন।
বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আসামি পক্ষের জামিন আবদেনের এক শুনানি শেষে এ আদেশ দেন। শাম্মীর বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার মুক্তিতে কোনো বাধা রইলো না।
আসামি পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ অন্যান্য বিএনপিপন্থি আইনজীবী।
গত ২৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে আটক হন বিএনপির এই নেত্রী।