নির্বাচনে আ.লীগের নৈতিক পরাজয় হয়েছে : ফখরুল

0
89
Print Friendly, PDF & Email

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে। নির্বাচন পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের খুন করা হয়েছে। এ পর্যন্ত সারাদেশে ২২২ জনকে হত্যা করা হয়েছে বলে তিনি পরিসংখ্যান তুলে দরেন।

আজ বুধবার দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।

বিস্তারিত আসছে……….

শেয়ার করুন