ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা তিনেই আছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের রেসে থাকা দলটি সুবাস পাচ্ছে আরেকটা শিরোপার। মঙ্গলবার ইংলিশ লিগ কাপ বা কিংস কাপের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে তারা। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানসিটি ৩-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হামকে। প্রথম লেগেই অবশ্য ৬-০ গোলে বিধ্বস্ত করেছি ওয়েস্ট হামকে। দুলেগ মিলিয়ে তাদের জয় ৯-০ ব্যবধানের।
সেমিফাইনালের দ্বিতীয় লেগে বিরতির আগে আলভারো নেগ্রেদো ও সার্জিও অ্যাগুয়েরোর গোলে এগিয়ে গিয়েছিল সিটি। বিরতির পর নিজের দ্বিতীয় গোল করে বড় ব্যবধানের জয় নিশ্চিত করেন নেগ্রেদো।
ওয়েম্বলির ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। সেমিফাইনালের প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে সান্ডারল্যান্ডের কাছে ১-২ গোলে হেরেছে ম্যানইউ। আজ দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ১-০ গোলে জিতলেই ফাইনাল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডই।