কুড়িগ্রামে স্থগিত দুই কেন্দ্রে ভোটগ্রহণ বৃহস্পতিবার

0
816
Print Friendly, PDF & Email

কুড়িগ্রাম-৪ আসনের স্থগিত দুটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে বৃহস্পতিবার। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর, উলিপুর ও চিলমারীর কিছু অংশ) আসনের রৌমারী কেরামতিয়া মাদরাসা ও চর বন্দবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটিতে গত ৫ জানুয়ারি সরকার দলীয় লোকজনদের হামলায় ভোট স্থগিত হয়ে যায়। কর্তৃপক্ষ রৌমারীর কেন্দ্র দুটির ভোটগ্রহণ স্থগিত করে ১৬ জানুয়ারি পুনঃভোটগ্রহণের দিন ধার্য করে। পরে আওয়ামী লীগের প্রার্থী মো. জাকির হোসেন একই কারণে আরো ৫টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের আবেদন করলে হাইকোর্ট গত ১৫ জানুয়ারি ভোটগ্রহণের ওপরে চার সপ্তাহের স্থগিতাদেশ দেন।

গত রোববার ঢাকাস্থ সুপ্রিম কোর্টের চেম্বার আদালত রায় ঘোষণার মধ্য দিয়ে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিয়েছেন। এ আসনে সম্ভাব্য বিজয়ী প্রার্থী রুহুল আমিন (জেপি) ও নির্বাচন কমিশনের এক আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে বিচারপতি ফয়েজ সিদ্দিকি এ আদেশ দেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার এ আসনের স্থগিত কেন্দ্র দুটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

স্থগিত কেন্দ্র দুটিতে সাত হাজার ২৫৭ ভোট রয়েছে। জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মো. রুহুল আমিন (বাইসাইকেল) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন ছয় হাজার ৫৯৮ ভোটে।

শেয়ার করুন