তহবিল সংগ্রহের জন্য বাংলাদেশে নিজেদের টাওয়ার নেটওয়ার্ক বিক্রি করে দেয়ার কথা ভাবছে ভারতি এয়ারটেল।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম মোবাইল ফোন অপারেটর এয়ারটেল নিজেদের টাওয়ার নেটওয়ার্ক অবকাঠামো বিক্রি করে ২০ কোটি ডলার সংগ্রহ করতে চায়।
নাম প্রকাশ না করে এয়ারটেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় পত্রিকাটি লিখেছে, সুনীল মিত্তালের মালিকানাধীন ভারতী ইতোমধ্যে আফ্রিকা ও বাংলাদেশে তাদের টাওয়ার নেটওয়ার্ক বিক্রির জন্য আলাদা প্রস্তাবও পেয়েছে।
বাংলাদেশে এয়ারটেলের নেটওয়ার্কে প্রায় চার হাজার টাওয়ার আছে, যার মাধ্যমে তারা প্রায় ৮৩ লাখ গ্রাহককে মোবাইল ফোন সেবা দিচ্ছে। আর আফ্রিকার ১৭টি দেশে তাদের গ্রহক সংখ্যা ৬ কোটি ৬৩ লাখ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এয়ারটেলের চার হাজার টাওয়ার নেটওয়ার্ক বিক্রি করার পরিকল্পনা করছে ভারতী। আফ্রিকায়ও টাওয়ার বিক্রির কথা শোনা গেছে।
এয়ারটেল আশা করছে, শুধু বাংলাদেশের টাওয়ার বিক্রি করেই তারা ২০ কোটি ডলার তহবিল সংগ্রহ করতে পারবে।
গতবছর দুবাইভিত্তিক ধাবি গ্রুপের কাছ থেকে ওয়ারিদ টেলিকমের ৩০ ভাগ শেয়ার কিনে প্রতিষ্ঠানটির চালকের আসনে বসে ভারতী।
ভারতীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তারে কাছে টাওয়ার নেটওয়ার্ক বিক্রির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী এ বিষয়ে তাদের কথা বলার এখতিয়ার নেই।
তবে বাংলাদেশ ও আফ্রিকায় টাওয়ার নেটওয়ার্ক বিক্রির পরিকল্পনার বিষয়টি নাকচও করেননি তিনি।
আফ্রিকার প্রায় ১৫ হাজার টাওয়ার নেটওয়ার্ক বিক্রির মাধ্যমে দেড়শ থেকে ১৮০ কোটি ডলার তহবিলের প্রত্যাশা করছে ভারতী। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচের কয়েকটি কোম্পানি এ ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে বলে সূত্র জানিয়েছে।