চট্টগ্রামে কলোনিতে আগুন, যুবকের মৃত্যু

0
171
Print Friendly, PDF & Email

চট্টগ্রামের আকবর শাহ্ এলাকার ‘নাহার মনজিল’ নামের একটি কলোনিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাসিন্দাদের অভিযোগ, তাদের কলোনিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এর ভিত্তিতে বুধবার সকালে একজনকে আটকও করা হয়েছে। নাশকতা সন্দেহে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এমএম তানভীর আরাফাত জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে আল আমীন হাসপাতালের পাশে শামসুল আলম ভুঁইয়ার মালিকানাধীন ওই কলোনিতে আগুন লাগে।

নিহত মাহমুদ রুবেল (২৫) ওই কলোনিরই বাসিন্দা। আগুন নেভানোর তিন ঘণ্টা পর সকাল ৮টার দিকে পুড়ে যাওয়া একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার তৌফিক উল ইসলাম জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে নয়টি কাঁচা বসতঘরসহ একটি মুদি দোকান পুড়ে যায়।

“এই অগ্নিকাণ্ডে প্রায় সাত লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।”

অতিরিক্ত উপকমিশনার বলেন, কলোনিতে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে এলাকাবাসী মনে করছে। তাদের বক্তব্যের ভিত্তিতে ওই কলোনির বাসিন্দা আহমদ নবীকে আটক করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তৌফিক উল ইসলাম জানান, ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় তারা আকবর শাহ্ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তবে আগুনে হতাহতের কোনো তথ্য তাদের কাছে নেই।

শেয়ার করুন