আগামী ২৩ জানুয়ারি যশোর আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এইদিন তিনি নির্বাচনোত্তর সহিংসতায় ক্ষতিগ্রস্ত অভয়নগরের মালোপাড়া পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে বিকাল ৩টায় তিনি অভয়নগর ডিগ্রি কলেজ মাঠে জনসমাবেশে বক্তব্য দিবেন।
এ উপলক্ষে শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি বর্ধিত সভা করে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শাহ হাদীউজ্জামান, সহসভাপতি সাবেক এমপি খান টিপু সুলতান, সহসভাপতি ও সাবেক পৌর মেয়র এসএম কামরুজ্জামান চুন্নু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটিরসহ সম্পাদক সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ, এমপি রণজিত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম মিলন, অ্যাড. জহুর আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান পিকুল ও আব্দুর রহমান আব্দার, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মীর জহুরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রমুখ।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর জহুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ২৩ জানুয়ারি অভয়নগরের সমাবেশে ব্যাপক লোকসমাগম ঘটাতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এজন্য গ্রাম পর্যায়ে প্রচার প্রচারণা চালানো নির্দেশ দেয়া হয়েছে।