মানসম্পন্ন উচ্চশিক্ষা আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করেঃ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
জানুয়ারি ১৭, ২০১৪
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ.কে.এম মোজাম্মেল হক এম.পি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে কর্মমুখী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির পরিবর্তে জাগতিক প্রবাহের সাথে সঙ্গতি রেখে মান সম্পন্ন শিক্ষার নিশ্চয়তা বিধান করে দেশ ও জাতির সেবা করার জন্যে তিনি সংশ্লিষ্ট শিক্ষাবিদগণকে অনুরোধ জানিয়েছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি’র (আইইউবিএটি) ২৪তম প্রতিষ্ঠা দিবস উদ্বোধন কালে মন্ত্রী বলেন জাগতিক প্রবাহের সাথে সংহতি রেখে মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদানের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে ছাত্র শিক্ষক, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য এবং উত্তরা কমিউনিটির নেতৃবর্গরা উপস্থিত ছিলেন।
বেসরকারি খাতে উচ্চশিক্ষার বিকাশ এবং উচ্চমানের পেশাগত শিক্ষার অবদানের জন্য মন্ত্রী আইইউবিএটি’র প্রশংসা করেন।
ড. আলিমউল্যা মিয়ান সভাপতির ভাষণে বেসরকারি খাতে বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে যুগান্তকারী অগ্রগতি হয়েছে তা তুলে ধরেন। এর আগে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ল্যাবরেটরী পরিদর্শন করেন এবং জাতিয় পতাকা উত্তোলনের পর শোকরানা দোয়ায় অংশ নেন।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচীর আহবায়ক ড. এম এ জব্বার স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধে মন্ত্রীর ভূমিকা তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিচালক সেলিনা নার্গিস বেসরকারি খাতের অগ্রণী বিশ্ববিদ্যালয় হিসেবে আইইউবিএটি’র বিভিন্নমুখী উচ্চশিক্ষা কর্মকান্ডের বিবরণ দেন।
অর্থনীতি বিভাগের চেয়ার ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ড. এম এ জব্বার স্বাগত ভাষনে মুক্তিযুদ্ধের বিশেষ ভূমিকা রাখার জন্য প্রধান অতিথির বিশেষ প্রশংসা করেন।
ডিপার্টমেন্ট অব কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ফ্যাকাল্টি ও কম্পিউটার ল্যাবের ইনচার্জ জনাব আলমগীর ভূইয়া পাওয়ার পয়েন্ট প্রেজেনট্রেশন এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়য়ের সামগ্রিক চলমান বিবরণী তুলে ধরেন।
আইইউবিএটি’র পরিচালক, প্রশাসন মিস সেলিনা নার্গিস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অনুষ্ঠানে যোগদান করে বিশ্ববিদ্যালয়কে উৎসাহিত করেছেন বলে উল্লেখ করেন।
তিনি বলেন চলমান বিশ্বের অগ্রগতির সাথে খাপখাইয়ে এবং উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলির সাথে একাডেমিক সম্পর্ক প্রতিষ্ঠা করে আ্ইইউবিএটি উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্রমাগত প্রসারিত করছে।