উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফার তফসিল আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তফসিল অনুযায়ী মার্চের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে।
মঙ্গলবার বিকালে শেরে বাংলা নগর নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন ।
শাহনেওয়াজ বলেন, ‘মার্চের তৃতীয় সপ্তাহে তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার কথা বিবেচনায় এনে কয়েকটি ধপে আমাদের এ নির্বাচন করতে হবে। দ্বিতীয় দফায় কিছু উপজেলার মেয়াদ শেষ হওয়ায় সেখানে শীঘ্রই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র না বাড়ানোরও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে যে সব কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনেও ওই সব কেন্দ্রে ভোট গ্রহণ হবে। নতুন করে কোন ভোট কেন্দ্র বাড়ানো হবে না। ভোটার তালিকাও কোন রকম হেরফের হবে না। এছাড়া এ নির্বাচনে মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত রবিবার প্রথম দফায় ১০২টি উপজেলার তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। তফসিল অনুযায়ী নির্বাচনের ভোটগ্রহণ ১৯ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২৫ জানুয়ারি, ২৭ জানুয়ারি যাচাই-বাছাই ও প্রত্যাহারের শেষ দিন ৩ ফেব্রুয়ারি।