দাম্পত্য কলহের জের ধরে নলজানিতে চায়না (২৭) নামে এক গৃহবধূর ছয় টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী রিয়াজুলকে মঙ্গলবার ভোরে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত রিয়াজুল (৪০) রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বয়রাত গ্রামের বাসিন্দা।
জয়দেবপুর থানার এসআই আক্রাম হোসেন জানান, গত ১১ জানুয়ারি রাত ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে রিয়াজুল তার প্রথম স্ত্রী চায়নাকে (২৭) মহানগরীর বড়বাড়ী এলাকার ভাড়া বাসায় স্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে নৃশংসভাবে মরদেহটি দা বটি দিয়ে কেটে ৬ টুকরা করে একটি লাগেজবন্দি করে।
পরে আগের ভাড়া বাসা স্থানান্তর করে সোমবার বিকালে তিনি মহানগরীর রওশন সড়ক এলাকায় নতুন করে বাসা ভাড়া নিয়ে সেখানে লাশ ভর্তি লাগেজসহ মালামাল নিয়ে ওঠে। এ লাশ থেকে দুর্গন্ধ বেরুলে এলাকার লোকজন স্থানীয় কাউন্সিলর ও পুলিশে খবর দেয়।
পুলিশ মঙ্গলবার ভোরে লাশ ভর্তি লাগেজ উদ্ধার করে। এ ঘটনায় রিয়াজুলকে গ্রেপ্তার করা হয়েছে।
রিয়াজুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় স্ত্রী রোজিনাকে আটক করেছে পুলিশ। হত্যার কাজে ব্যবহৃত দা ও বটি জব্দ করেছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।