ওয়েবে এখনো বহাল ‘নবম জাতীয় সংসদ’

0
95
Print Friendly, PDF & Email

তুন সরকার কার্যক্রম শুরু করার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো হালনাগাদ করা হয়নি জাতীয় ওয়েব পোর্টালগুলো। জাতীয় ওয়েবপোর্টাল (http://www.bangladesh.gov.bd/i), জাতীয় সংসদ (http://www.parliament.gov.bd) এবং প্রধানমন্ত্রীর অফিস (http://www.pmo.gov.bd) তিনটি গুরুত্বপূর্ণ ওয়েবেই এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নবম জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে দেখানো হচ্ছে।

মঙ্গলবার সকালে তিনটি ওয়েবসাইট ভিজিট করে দেখা গেছে, কোনোটিতেই সবর্শেষ তথ্য অনুযায়ী সংসদ সদস্যদের তালিকা হালনাগাদ করা হয়নি।

জাতীয় ওয়েব পোর্টালের ‘প্রধানমন্ত্রী’ মেনু ভিজিট করলে দেখা গেছে সেখানে লেখা রয়েছে, ‘২৯ ডিসেম্বর ২০০৮ এ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় অর্জনের পর ৬ জানুয়ারি ২০০৯-এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মত শপথ নেন শেখ হাসিনা।’

প্রধানমন্ত্রীর অফিস এর ওয়েবসাইটও ১৯ জানুয়ারির পরে আপডেট করা হয়নি। অন্যদিকে বাংলাদেশ জাতীয় সংসদের দাফতরিক ওয়েব পোর্টালে দশম জাতীয় সংসদ সদস্যদের শপথের ছবি এবং আগামী ২৯ জানুয়ারি প্রথম অধিবেশনের খবরের একটি লিংক প্রকাশ করা হলেও এখনো সেখানে ‘বর্তমান সংসদ সদস্য’ মেনুতে নবম জাতীয় সংসদ সদস্যদের তালিকা দেখানো হচ্ছে।

সেখানে এবাউট পিএমও মেন্যুতে গিয়ে প্রাইম মিনিস্টারের ‘বায়োগ্রাফি’ সাবমেনুতে লেখা আছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৬২ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ২০০৯ সালের ৬ জানুয়ারি শপথ নেন।’

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনের পর ১২ জানুয়ারি সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী নিয়ে তার নেতৃত্বে নতুন সরকার কার্যক্রম শুরু করে ১৩ জানুয়ারি থেকে।

শেয়ার করুন