আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আইন অনুযায়ী তারেক রহমান যে মামলায় খালাস পেয়েছেন সেই মামলায় আত্মসমর্পণ করলে বেইল পাবেন। তারেক রহমান হাই কোর্টের আদেশ মানবেন কি মানবেন না সেটা তার ব্যাপার।
আজ মঙ্গলবার সচিবালয়ে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসনের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তারেক রহমানকে দেশে ফেরানোর কোনো উদ্যোগ সরকার নেবে কি না জানতে চাইলে আনিসুল হক বলেন, তিনি (তারেক) নির্দিষ্ট সময়ের মধ্যে যদি দেশে ফিরে না আসেন তবেই ফিরিয়ে আনার প্রশ্ন।
অর্থ পাচারের দুদকের একটি মামলায় ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন গত ১৭ নভেম্বর খালেদা জিয়ার বড় ছেলে তারেককে বেকসুর খালাস দেন।
এরপর দুর্নীতি দমন কমিশন গত ৫ ডিসেম্বর আপিল করলে হাই কোর্ট তা গ্রহণ করে তারেক রহমানকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।