যৌথবাহিনীর সঙ্গে কোনো বিদেশী বাহিনী অংশ নেয়নি: তথ্যমন্ত্রী

0
94
Print Friendly, PDF & Email

বিএনপির গণ-সমাবেশে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে কোন বিদেশী বাহিনী অংশ নেয়নি। খালেদা জিয়ার বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। হিন্দুদের বাড়ি-ঘড়ে সরকারের হামলা করার অভিযোগ মিথ্যা। সরকার কোন হিন্দুদের বাড়ি-ঘড়ে আগুন দেয়নি।’

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘গণ-সমাবেশে খালেদা জিয়া দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য দুঃখজনক, হতাশাজনক ও অন্তর্ঘাতমূলক। তিনি সাতক্ষীরায় এবং গাইবান্ধায় নাশকতা, অন্তর্ঘাত এবং সন্ত্রাস বন্ধ করতে যৌথবাহিনীর যে অভিযান চলছে, সেই অভিযান নিয়ে মিথ্যাচার করেছেন। দৈনিক ইনকিলাবে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিধ্বনি করেছেন।’

হাসানুল হক ইনু বলেন, ‘উনার বক্তব্য দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং আইন-শৃঙ্খলার জন্য, আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য অপমানজনক। তিনি (বেগম জিয়া) দেশের সশস্ত্র বাহিনী এবং তাদের দক্ষ ও যোগ্য বাহিনীর সদস্যদের সম্পর্কে একটি প্রকারন্তরে কুটুক্তি করেছেন। তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।’

তিনি বলেন, ‘একজন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং একজন প্রাক্তন বিরোধী দলীয় নেতা হিসেবে খালেদা জিয়ার এই ধরণের দায়িত্বজ্ঞানহীন উক্তি গণতন্ত্রের জন্য এবং দেশের জন্য মঙ্গলজনক নয়।’

শেয়ার করুন