সময়টা ১৯৫৫ সাল। শরৎ চন্দ্রের দেবদাসের পারু হয়েছিলেন বাংলার কিংবদন্তী স্বপ্নসুন্দরী সুচিত্রা সেন। মাঝে পেরিয়ে গেছে প্রায় ছয়টি দশক। শুক্রবার সকালে সেই স্বপ্নসুন্দরীকে হারিয়েছে ভারতীয় চলচ্চিত্র। কিন্তু, দেবদাস দিলীপ কুমারের স্মৃতিতে আজও প্রেমের বর্ণময় উজ্জ্বল আসনটি দখল করে আছে পারু।
তখনকার টগবগে যুবক দিলীপ কুমার এখন ৯১ বছরের পৌঢ়। অনেক কিছুই হারিয়ে গেছে স্মৃতি থেকে। হারায়নি পারুর স্মৃতি। সুচিত্রা সম্পর্কে দিলীপ কুমার বললেন, ”সুচিত্রাকে এখনও মনে আছে আমার। আমার দেখা অন্যতম সুন্দর স্বভাবের অভিনেত্রী। খুবই চুপচাপ স্বভাবের সুচিত্রা ক্যামেরা চালু হলেই হয়ে যেতেন একেবারে অন্য মানুষ। ওঁর মধ্যে মনে হয় জন্মগত সময় জ্ঞানটা ছিল, যেটা দেবদাসের কিছু দৃশ্যে ওঁকে অনবদ্য করে তুলেছিল। আমার মতোই যে কোনও দৃশ্যের আগে সুচিত্রাও মানসিক প্রস্তুতি নিতেন। মাঝে মাঝে তার রসিকতা বোধও আমাকে অবাক করত।”