চুয়াডাঙ্গায় যুবকের রগকাটা মামলায় ছাত্রলীগ কর্মীকে আটক করায় ওসিকে অপসারণের দাবিতে মঙ্গলবার সকাল থেকে পৌর এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দষ্টিকালের ধর্মঘট শুরু হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ ধর্মঘটের আহ্বানে সোমবার শহরে মাইকিং করেছে।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সূত্র জানায়, ছাত্রলীগ কর্মী মোমিনকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করেছে সদর থানা পুলিশ। এর প্রতিবাদে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল কবীর চৌধুরীকে অপসারণসহ মামলার সব আসামির হয়রানি বন্ধের দাবিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দষ্টিকালের ধর্মঘট আহ্বান করা হয়েছে।
ওসি এরশাদুল কবীর জানান, শহরের শান্তিপাড়ার সুমনের পায়ের রগকাটা মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ কর্মী আব্দুল মোমিনকে সোমবার দুপুরে শহরের শিশুস্বর্গ এলাকা থেকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি রাতে সুমনের দুই পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা।