ভারতের বিদেশ মন্ত্রকের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ঢাকায়

0
133
Print Friendly, PDF & Email

ভারতের বিদেশ মন্ত্রকের বাংলাদেশ অনুবিভাগের প্রধান শ্রীপ্রিয়া রঙ্গনাথন এখন ঢাকায়। দুই দিনের শুভেচ্ছা সফরে গতকাল তিনি এসেছেন। সফরকালে রঙ্গনাথন পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। কূটনৈতিক সূত্র তার সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র মতে, উভয়ের চেষ্টায় সামপ্রতিক সময়ে ঢাকা-দিল্লি সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। দ্বিপক্ষীয় সম্পর্কই কেবল নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনেও ঘনিষ্ঠ দুই প্রতিবেশী রাষ্ট্রের কার্যক্রমে ভিন্ন মাত্রা পেয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘বিশেষ গুরুত্ব’ দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে নতুন বছরে স্বতন্ত্র একটি অনুবিভাগ চালু করেছে। ওই অনুবিভাগের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে পেশাদার কূটনীতিক (যুগ্ম সচিব) শ্রীপ্রিয়া রঙ্গনাথনকে। নবপ্রতিষ্ঠিত অনুবিভাগের দায়িত্ব পাওয়ার পর ঢাকায় এটি তার প্রথম এবং শুভেচ্ছা সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা গতকাল মানবজমিনকে বলেন, ২০১৪ সালকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। দু’দেশের জন্যই এটি নির্বাচনের বছর। প্রধান বিরোধী দলসহ বিরোধী জোটের বর্জন সত্ত্বেও গত ৫ই জানুয়ারি বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সরকারও গঠিত হয়েছে। সামনে ভারতে নির্বাচন। সেখানে সরকার পরিবর্তনের জোর আওয়াজ পাওয়া যাচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে দু’দেশের সম্পর্কে ‘অগ্রাধিকার’ কি হবে- তা নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ অনুবিভাগের গুরুত্বপূর্ণ ওই কর্মকর্তা ঢাকা এসেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সঙ্গতকারণেই ভারতের সঙ্গে অমীমাংসিত ইস্যুগুলো আলোচনায় উত্থাপিত হবে জানিয়ে অপর এক কর্মকর্তা বলেন, ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কের শাখা-প্রশাখা বেশ বিস্তৃত। বাংলাদেশ বিষয়াবলী দেখভালে নতুন দায়িত্বপ্রাপ্ত ওই কূটনীতিক দ্বিপক্ষীয় সম্পর্কে প্রায় সব বিষয়ই খতিয়ে দেখতে চাইবেন। আর এ কারণে সফরটি ‘শুভেচ্ছামূলক’ হলেও এর ‘বিশেষ তাৎপর্য’ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন