লালমনিরহাটে যাত্রার নামে উলঙ্গ নৃত্য ও জুয়ার আসর

0
780
Print Friendly, PDF & Email

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কালভৈরব বাজারে গত ৪ দিন ধরে যাত্রা’র নামে চলছে নগ্ন নৃত্য, জুয়া ও মাদকের জমজমাট আসর। এ আসর সন্ধ্যা থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত চলে। কম বয়সের ছেলেরা এ আসরে যোগ দিয়ে সর্বস্রান্ত হচ্ছে।

স্থানীয় লোকজন জানান, ওই এলাকায় গত ৪ দিন ধরে সন্ধ্যা হলেই যাত্রার নামে নগ্ন নৃত্য, জুয়া, মাদকের জমজমাট আসর বসছে।

এদিকে যাত্রা’র নামে নগ্ন নৃত্য ও জুয়া বন্ধের দাবীতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বেশ কিছু মুসল্লী।

স্থানীয় পুলিশ প্রশাসন এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি।

শেয়ার করুন