ময়না তদন্ত থেকে নিশ্চিত হওয়া গেছে বেশি মাত্রার ড্রাগ গ্রহণই সুনন্দার মৃত্যুর কারণ। অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিক্যাল সায়েন্সেসের (এআইআইএমএস) ডাক্তারদের তৈরি প্রতিবেদনে এ কথা জানা গেছে।
আজ ময়নাতদন্তের প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, অতিমাত্রায় ড্রাগ সেবনের কারণেই ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্কর মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার রাতে দিল্লির পাঁচতারকা হোটেল লীলায় মৃতদেহ উদ্ধারের পর শনিবার একটি প্রাথমিক প্রতিবেদন দিয়েছিলেন ডাক্তাররা। তাতে এ মৃত্যুকে অস্বাভাবিক ও আকস্মিক বলে অভিহিত করা হয়েছিল।
আজকের প্রতিবেদনে মৃত্যুর সময়কার ছবিও ডাক্তারদের বিবেচনায় আনা হয়েছিল। প্রথম দিনের প্রতিবেদনে সুনন্দার শরীরে আঘাতের চিহ্ন আছে বলে উল্লেখ করা হয়েছিল। চূড়ান্ত প্রতিবেদনে ডাক্তাররা জানিয়েছেন, আঘাতের চিহ্ন থাকলেও আঘাতে তাঁর মৃত্যু হয়নি। অতিমাত্রার ওষুধ সেবনই মৃত্যুর কারণ।
মৃত্যুর আগে টুইটারে একটি অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সুনন্দা পুষ্কর। তাঁর স্বামী শশীর সঙ্গে পাকিস্তানি সাংবাদিক মেহর তারারের সম্পর্ক ছিল বলে তিনি সন্দেহ পোষণ করেছিলেন।