সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার এবার কোচিং পেশার সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তিনি এখন উদীয়মান প্রতিভা উন্মুক্ত চাঁদ, পারভেজ রসুলের মতো তরুণদের পরামর্শক হিসেবে কাজ করবেন।
বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের উদ্যোগে শচীন ভারতের ১১ জন তরুণ প্রতিভাবান ক্রিকেটারদেরকে তার দীর্ঘ এবং মূল্যবান ক্রিকেট সম্পর্কিত প্রজ্ঞা বিতরণ করবেন। এই ১১ তরুণও এখন অ্যাডিডাসের সঙ্গে যুক্ত। অবশ্য এক্ষেত্রে শচীন একাই নন, পালাক্রমে তরুণদের উদ্দীপ্ত করবেন ভিরাট কোহলি, রোহিত শর্মা ও সুরেশ রায়নার মতো চলতি ক্রিকেটাররাও।
এক অনুষ্ঠানে এ সম্পর্কে শচীন বলেন, ‘এটা অ্যাডিডাসের অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ। এর ফলে ভবিষ্যতের ক্রিকেটাররা অনেক উপকৃত হতে পারবে। তারা সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজেদের ভালোভাবে মানিয়ে নিতে পারবে। আর এটা আমার জন্যও অত্যন্ত উপভোগ্য দায়িত্ব হতে যাচ্ছে। কেননা, আমি তরুণদের পরামর্শ দিতে ভালোবাসি। তারা আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে অনেক কিছুই জানতে পারবে। তাদেরকেও কাছ থেকে পরখ করতে পারবো আমি। এবং ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেয়ার সুযোগটাকে আমি সর্বোচ্চ সদ্ব্যবহারের চেষ্টা করবো।’
২১ বছর বয়সী তরুণ উন্মুক্ত চাঁদ ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন। গত মৌসুমে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) দিল্লি ডেয়ারডেভিলসের হয়েও খেলেছেন। অন্যদিকে ২৫ বছর বয়সী জম্মু ও কাশ্মিরের ক্রিকেটার পারভেজ রসুল নিজ প্রদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে প্রথমবারের মতো ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।