দশম সংসদ নির্বাচনকে প্রহসন আখ্যায়িত করে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শরিক দলের নেতারা সবার অংশগ্রহণে নতুন নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রিতি আহ্বান জানিয়েছেন। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন করেন তারা।
এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, “আমরা এই নির্বাচন মানি না। প্রহসনের নির্বাচন বাতিল করে নিদর্লীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে।’
বিএনপি ট্রেন মিস করেছে, সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের জবাবে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, “আমরা ট্রেন মিস করিনি। যেই ট্রেনে জনগণ চড়ে না, সেই ট্রেনে ১৮ দল ওঠে না।”
নেতাকর্মীদের উদ্দেশে পার্থ বলেন, “আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। এমন আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে এই সরকারকে নামিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা যায়।”
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, “একাত্তর সালে যারা পাকিস্তানের সমর্থন করেছে, তারা পাকিস্তানের রাজাকার। আর ২০১৪ সালে যারা ভারতের সমর্থন করছে, তারা ভারতীয় রাজাকার।”
বিএনপির এই আন্দোলন ও গণসমাবেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ। তিনি বলেন, “৫ জানুয়ারির নির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি। এতে করে আমরা একটা সফলতায় পৌঁছেছি। বেগম জিয়া যে বলেছেন, নির্দলীয় সরকার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, সেটা প্রমাণিত হয়েছে।” তিনি গণতন্ত্র রক্ষা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন্।