জাতীয় পার্টির এমপি হতে টাকা-পয়সা আর আকর্ষণীয় চেহারা হওয়া পূর্ব শর্ত। সোমবার পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র সংগ্রহ করতে যাওয়া কয়েকজন একথা জানান।
পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেন। যথাযথভাবে সাক্ষাৎকার না হওয়ায় অনেকেই বিরক্ত হয়েছেন। তারা কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে ক্ষোভ ঝাড়েন।
জাতীয় মহিলা পার্টির ভাইস চেয়ারম্যান রীতা নুন বলেন, “টাকা-পয়সা আর আকর্ষণীয় চেহারা এমপি হওয়ার পূর্ব শর্ত।” তিনি দাবি করেন, গত ২৯ বছর ধরে তিনি জাতীয় পার্টি করছেন। ১৯৯৩ সালে তিনি জেলও খেটেছেন।
রাজশাহী বিভাগ থেকে আসা এক নারীনেত্রী বেগম সফুরা সরকার বলেন, “সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও কোনো সাক্ষাৎকার হয়নি। স্যার বলেছেন বিশ্বাসযোগ্য নির্বাচন যখন হবে, তখন সরাসরি নির্বাচনে অনেকে অংশ নেয়ার সুযোগ পাবেন।”
জাতীয় পার্টি থেকে সংরক্ষিত আসনে সাংসদ হতে ৯৬ জন ফরম সংগ্রহ করেন। সংসদে প্রতিনিধিদের সংখ্যা অনুপাতে জাতীয় পার্টি পাবে ছয়টি আসন। রোববার সংরক্ষিত আসনে জাতীয় পার্টি ফরম বিক্রি শুরু করে। আগামী দু-এক দিনের মধ্যে মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করে নির্বাচন কমিশনে পাঠানো হবে বলে জানা গেছে।
সোমবার সাক্ষাৎকার গ্রহণের পর এরশাদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।