গতকাল ১৯ শে জানুয়ারি রবিবার বেলা ৪টায় হালুনবারিয়া, স্টকহোলমে, জিয়া পরিষদ – সুইডেনের আয়োজনে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত সভায় সুইডেন প্রবাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে প্রয়াত রাষ্ট্রপতির কর্মময় জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদ সুইডেনের সাংগঠনিক সম্পাদক রফিক আমেরী। সাহিত্য ও ক্রীড়া সম্পাদক জনাব জাকির হোসেনের পরিচালনায় সভায় মুল বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জনাব মাসুদুল হক হিমু।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাইফুল তালুকদার মিথুন, হামিদুল ইসলাম, সালাউদ্দিন জাহিদ, লিটন সরকার, মাকসুদ মিজি, মনির, আশফাক, টুটুল সহ আরও অনেকে।
মাসুদুল হক হিমু তার বক্তব্যে বলেন, শহীদ জিয়া ছিলেন একজন ক্ষণজন্মা মহাপুরুষ, সততা ও যোগ্যতার কারণে অল্প দিনেই হয়ে ওঠেন জন-মানুষের রাজনীতিবিদ। ১৯৭৫ এর ১৫ই অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনে জাতীর ক্রান্তি-লগ্নে তিনি বাংলাদেশের হাল ধরেন। তার সুযোগ্য নেতৃত্বে জাতি আবার ঘুরে দাঁড়ায়। কিন্তু আজ আবার জাতি আওয়ামী-বাকসালি একদলীয় শাসনে আবদ্ধ। তাই সকলকে শহীদ জিয়ার সততা ও আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সংগ্রামী জনতার তীব্র আন্দোলনে এই সরকারও অচিরেই বিদায় নিতে বাধ্য হবে। মাসুদুল হক হিমু দল হাতে সকল তোষামোদকারীদের বহিষ্কার এবং তৃণমূল নেত্রীবৃন্দের প্রতি লক্ষ রাখার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমানের প্রতি আবেদন জানান।
কাজী মনসুরুল কাদের তার টেলিফোনে পাঠানো বক্তব্যে সবাইকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানান। রফিক আমেরী তার বক্তব্যে আগত সকলকে ধন্যবাদ জানান। তিনি জিয়া পরিষদ সদস্য এবং কার্য নির্বাহী কমিটির সকলের সহযোগিতা কামনা করে সংগঠনকে আরও গতিশীল করার আহবান জানান।