ট্রাক ভাংচুর মামলায় হাকিমপুরে ইউপি চেয়ারম্যান আটক

0
322
Print Friendly, PDF & Email

শাহিনুর রহমান সোহাগ, হিলি স্থলবন্দর (হাকিমপুর) প্রতিনিধি: 

দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান ও থানা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলমকে আটক করেছে থানা পুলিশ৷ আজ সোমবার বেলা ১টায় উপজেলা পরিষদ থেকে তাকে আটক করা হয়৷ থানা সুত্রে জানা গেছে যে, হিলি স্থলবন্দরে ট্রাক ভাংচুরের মামলায় তাকে আটক করা হয়েছে৷

জানাগেছে, বিরোধী দলের ডাকা দেশ ব্যাপি অবরোধ চলাকালে গত ৮ ডিসেম্বর হিলি স্থলবন্দরের পানামা পের্টের সামনে দুটি ট্রাক ভাংচুর করা হয়৷ ওই ভাংচুর মামলায় শাহ আলমসহ ৩৭জনের নাম উলেস্নখ করে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়৷

হাকিমপুর থানা অফিসার ইন-চার্জ আহসান হাবিব জানান, দীর্ঘ দিন পলাতক থাকার পর আজ সোমবার বেলা ১টায় তাকে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়েছে৷ আটকৃত শাহ আলমকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে৷

শেয়ার করুন