আগামী ২৯ জানুয়ারি যে দশম জাতীয় সংসদ বসবে, সেখানে কোনো সংসদ সদস্য থাকবে না; বরং কিছু সং বসে থাকবে বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা কী করে সংসদ সদস্য হয়।
জাতীয় পার্টির একইসঙ্গে বিরোধী দলে থাকা এবং মন্ত্রিপরিষদে থাকারও সমালোচনা করেন।
সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় তিনি বলেন, “গত ৫ জানুয়ারি যে নির্বাচন হয়েছে, তা দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।” এজন্য তিনি দেশের মানুষকে ধন্যবাদ জানান।
খালেদা জিয়া বলেন, “৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, সেটি কলংকিত সরকার।” অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান খালেদা জিয়া। সেইসঙ্গে যৌথবাহিনীর অভিযানের নামে জনগণের ওপর নির্যাতন বন্ধেরও আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ”আপনারা আজীবন ক্ষমতায় থাকতে পারবেন না। শিগগিরই দেশের মানুষ আপনাদের বিদায় করবে।”
অবিলম্বে সংলাপের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করারও দাবি জানান বিএনপি নেত্রী।