কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শোভাযাত্রা ও গণসমাবেশ থেকে ফেরার পথে জেলা জামায়াত-শিবিরি ও বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হরতাল-অবরোধে নাশকতা ও প্রতিবন্ধকতা সৃষ্টির মামলায় সোমবার দুপুর একটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মণ্ডল, পাবনা শহর শিবিরের সভাপতি আরিফুল ইসলাম ও ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন বিএনপির সম্পাদক জাহাঙ্গীর আলম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, ১৮ দলের শোভাযাত্র ও গণসমাবেশ শেষে শহরের মাসুম বাজার এলাকা থেকে জেলা জামায়াতের সেক্রেটারি ও শহর শিবিরের সভাপতিকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, পৌর সদরের রেলগেট এলাকা থেকে পাকশী ইউপি বিএনপির সম্পাদককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি শেষ হওয়া হরতাল অবরোধে নাশকতা সৃষ্টি ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি ও শহর শিবিরের সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।
সোমবার দুপুর আড়াইটার দিকে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম মুঠোফোনে সাংবাদিকদের এই হরতালের আহ্বানের কথা জানান।