আমরা নির্বাচনের ট্রেন মিস করি নাই: ব্যারিস্টার পার্থ

0
105
Print Friendly, PDF & Email

আমরা নির্বাচনের ট্রেন মিস করি নাই, যে ট্রেনে জনগণ ওঠে না সে ট্রেনে ১৮ দলীয় জোটও ওঠে না। ১৮ দল নির্বাচনের ট্রেন মিস করেছে সরকারি দলের নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সোমবারে বিকেলে বিএনপির ডাকা সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশে একথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আন্দোলন করে জনগণের সরকার গঠন করবো।’

এর আগে দুপুর ২টা ৯ মিনিটে ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেকের কোরআন তেলওয়াতের মাধ্যমে গণসমাবেশে শুরু হয়।

সমাবেশে জামায়াত ছাড়া ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। সমাবেশে জামায়াত ইসলামীকে বাদ দিয়ে আনা হয়েছে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদকে।

আন্দালিব রহমান পার্থ সোমবারের বিকাল তিনটায় গণসমাবেশে উপস্থিত হন।

গণসমাবেশে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিতি রয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্ঠা শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, ডা. এ জেডএম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, যুবদলের সভাপতি মোয়োজ্জেম হোসেন আলাল।

গণসমাবেশে জামায়াত না থাকলেও উপস্থিত রয়েছেন কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, এলডিপির চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমেদ, জাগপার শফিউল আলম প্রধান, এনপিপির শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির অ্যাড. আবদুল মবিন, এনডিপির খন্দকার গোলাম মোর্তজা, ন্যাপের জেবেল রহমান গাণি প্রমুখ।

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) থেকে শুধু বিএনপিকে অনুমতি দিলেও গণসমাবেশে উপস্থিত হয়েছেন ১৮ দলীয় জোটের নেতারা। তবে জামায়াতের কাউকে সেখানে দেখা যায়নি।

শেয়ার করুন