বাংলাদেশরাজনীতি জনগণের ভোটে না, অস্ত্রের মুখে ক্ষমতায় সরকার: খালেদা জিয়া January 20, 2014 0 142 ফেইসবুকে শেয়ার করুন টুইটারে টুইট করুন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, জনগণের ভোটে না, অস্ত্রের মুখে ক্ষমতায় আছে সরকার। এই বিশাল সমাবেশ প্রমান করে জনগণ কার সঙ্গে আছে। সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন।