১৮ দলের সমাবেশ শুরু, জামায়াত নেতারা নেই

0
99
Print Friendly, PDF & Email

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব আহসানের বক্তব্যের মধ্যে দিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশ শুরু হয়েছে।

৫ জানুয়ারি ভোটের পর এই প্রথম কোনো সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য দেবেন।

জোটের শীর্ষ নেতারা ইতোমধ্যে সভামঞ্চে উপস্থিত হলেও বেলা পৌনে ৩টা পর্যন্ত জামায়াতে ইসলামীর কোনো নেতাকে মঞ্চে দেখা যায়নি। মঞ্চের সামনে সমাবেশস্থলেও দলটির নেতাকর্মীদের খুব বেশি তৎপরতা চোখে পড়েনি।

বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের পরিচালনায় সোমবার বেলা সোয়া ২টায় সভার কার্যক্রম শুরু হয়।

ফারুক জানান, খালেদা জিয়া নিজেই এ সমাবেশে সভাপতিত্ব করবেন।

সমাবেশের শুরুতে জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক কোরআন তিলাওয়াত করেন।

সমাবেশের প্রথম বক্তা ছিলেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান। এরপরই মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, গাজীপুর জেলা সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাবুল বক্তব্য দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ১৮ দলীয় জোটের কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তফিজুর রহমান ইরান, খেলাফত মজলিশের নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান, এনডিপি‘র সভাপতি খোন্দকার গোলাম মূর্তজা, পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ সভামঞ্চে উপস্থিত রয়েছেন।

শেয়ার করুন