শান্তি না ফেরা পর্যন্ত সাতক্ষীরায় থাকবে যৌথবাহিনী: প্রধানমন্ত্রী

0
115
Print Friendly, PDF & Email

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “যতদিন না শান্তি ফিরে আসবে ততদিন সাতক্ষীরায় যৌথবাহিনী থাকবে।” সাতক্ষীরাকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

সোমবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সাম্প্রতিককালে বিএনপি-জামায়াত-শিবিরের সহিংসতায় নিহতদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “খুন-খারাবি করে, রাস্তা বন্ধ করে, জ্বালাও-পোড়াও করে আন্দোলন হয় না। এটা আন্দোলন না। এটা আন্দোলনের নামে নাশকতা।”

এর আগে দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারযোগে সাতক্ষীরায় পৌঁছান শেখ হাসিনা। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

প্রকল্পগুলো হলো- আশাশুনি উপজেলায় নির্মিত এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনা-চুকনগর-সাতক্ষীরা সড়কে নির্মিত সাতটি কালভার্ট, কপোতাক্ষ নদ পুনঃখনন ও পাখিমারা বিলে টিআরএমর কাজ, সাতক্ষীরা সরকারি কলেজে নির্মিত একাডেমিক কাম-পরীক্ষা হল, খারহাট, নাংলা ও তুলাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার উদ্বোধন করবেন।

উদ্বোধনের পর বিকেল তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

শেয়ার করুন