পরাজয় নিশ্চিত জেনেই ছেলেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করেননি মা

0
130
Print Friendly, PDF & Email

লোকসভা ভোটে পরাজয় নিশ্চিত জেনেই ছেলেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করেননি সোনিয়া গান্ধী। এ কথা বলে কটাক্ষ করেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী।

গতকাল রবিবার বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে কংগ্রেসকে এভাবেই কটাক্ষ করেন মোদী।

তার মতে, কংগ্রেস এখন শুধু নিজেদের দল বাঁচানোর কথা ভাবছে। দেশকে বাঁচানোর কোনও উদ্যোগই নিচ্ছে না।

তিনি বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনে কোন মা তার ছেলেকে এগিয়ে দেবে?’

এ.আই.সি.সি’র বৈঠকে কংগ্রেস সমর্থকরা প্রধানমন্ত্রী পেতে এসেছিলেন। আর রাহুল তাদের `দুটো গ্যাসের বোতল` হাতে ফিরিয়ছেন বলে সমালোচনা করেন মোদী।

শেয়ার করুন