ইন্দো-কানাডিয়ান পর্নো তারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওন তার কিছু আক্তির কথা অকপটে স্বীকার করেছেন। সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি স্বীকার করলেন যে, যৌনতায় রয়েছে তার প্রবল আসক্তি। আর তার স্বামী নিজেই তাকে পর্নো তারকা হতে উৎসাহ ও সহযোগিতা করেছেন।
এছড়া ইতোপূর্বে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, তার চিনিতে অতিরিক্ত আসক্তি রয়েছে। টিভি শোয়ের শুটিংয়ে তিনি জানিয়েছিলেন, চায়ে অনেক চিনি খেতে তিনি পছন্দ করেন। তিনি আরো জানিয়েছিলেন, অতিরিক্ত চিনি খেয়ে ফেলবেন, এ ভয়ে তিনি বাসায় চিনি রাখেন না। বাড়ি পরিদর্শনের সময় তিনি তার গিটারটিও দেখান।
টিভি রিয়ালিটি শো ‘বিগ বস ৫’-এর মাধ্যমে সানি ভারতের বিনোদন জগতে প্রবেশ করেন। ২০১২ সালে শোটির পর তিনি ‘জিসম ২’ সিনেমার মাধ্যমে এ শিল্পে আসেন।
তিনি জানান তার আসল নাম কারেন মালহোত্রা। সম্প্রতি এক টিভি শোতে তিনি তার এসব অজনা বিষয় প্রকাশ করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।