ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হকারের কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে মেলায় দায়িত্বরত পুলিশের বিরুদ্ধে।
টাকা না দিলে মেলায় প্রবেশ নিষেধ কিংবা মালামাল জব্দ করা হয় বলে অভিযোগ হকারদের।
মেলায় শিশু পার্কের দিকে বড় স্টলগুলোর পাশে ছোট ছোট দোকান দিয়েছে হকাররা। এ সমস্ত দোকানে বিক্রি ভালো হয় বলে জানান একাধিক বিক্রেতা। একজন হকার জানালেন, দিনে ৪ থেকে ৫শ টাকা লাভ হচ্ছে। কিন্তু পুলিশকে দিতে হয় অর্ধেক।
এ সময় পাশের দোকানের আরেক জন তাকে থামিয়ে দেয়। বলে এগুলো এমনি। ব্যবসা করতে হলে দিতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বিক্রেতা বলেন, ‘এহানে সব হকারই পুলিশকে টাকা দেয়। না দিলে ব্যবসা করতে দিবো না। তই আমাদের নাম বলেন না আপা। তাইলে আমগো আর ব্যবসা করতে দিবে না।’
এ বিষয়ে মেলায় দায়িত্বরত পুলিশের এসআই খায়ের রাইজিংবিডিকে বলেন, ‘এগুলো সম্পূর্ণ বানোয়াট। মিথ্যা কথা। আমরা ওদেরকে ঢুকতে দেয় না। ওরা সীমানা প্রাচীর বেয়ে অথবা ফাঁকা জায়গা দিয়ে ভেতরে ঢুকে। আর ওদের লাভের টাকা পুলিশকে দেবে কেনো?’
তিনি আরও বলেন, ‘আমরা যখন ডিউটিতে যাই তখন আমাদের দেখে পাশের দোকানে চলে যায়। আমরা কি করবো বলুন?’
সংশ্লিষ্ট বিষয়ে ইপিবির সচিব ও বাণিজ্য মেলার পরিচালক ড. মনজুর কাদের রাইজিংবিডিকে বলেন, ‘মেলায় হকারদের প্রবেশ নিষেধ। আমরা ইপিবির কর্মকর্তা যারা আছি তারা দেখা যাচ্ছে মেলার এক দিক থেকে অন্য দিকে গেলে তারা এক ফাঁকে ঢুকে যায়। আর আপনি যাদের (পুলিশ) কথা বললেন তারা হয়তো টাকা খেয়ে ভেতরে ঢুকতে দেয়। তবে আমাদের কাছে এখনো এই অভিযোগ আসেনি। যদি আসে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী (১৯তম) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যৌথভাবে আয়োজন করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়।
প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলে রাত ১০টা পর্যন্ত। রাজনৈতিক অস্থিরতায় নির্দিষ্ট সময়ের ১০ দিন পর শুরু হয় বাণিজ্য মেলা। শেষ হবে ১০ ফেব্রুয়ারি।