মেহেরপুরে গুলিতে নিহত হয়েছে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মুহাম্মদ সাইফুল ইসলাম।
রোববার দিবাগত রাত দুইটার দিকে বামনপাড়া শ্মশান ঘাটে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন তিনি। তবে পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রোববার বেলা তিনটার দিকে শহরের ইসলামী ব্যাংকের নিচ থেকে তাকে আটক করে মেহেরপুর ডিবি ও সদর থানা পুলিশ।
মেহেরপুরের পুলিশ সুপার একে এম নাহিদুল ইসলাম জানান, আটকের পর রাত দু’টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় যৌথবাহিনী। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচটি ককটেল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
নিহতের পরিবারের দাবি জামায়াতের রাজনীতি করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।
হরতাল-অবরোধের সময় সড়কের পাশে সরকারি গাছ কাটা, ককটেল বিস্ফোরণ ও পুলিশের উপর হামলাসহ কয়েকটি মামলার আসামি ছিলেন তারিক মুহাম্মদ সাইফুল ইসলাম।