কলেজছাত্রীর আত্মহত্যা

0
180
Print Friendly, PDF & Email

রাজধানীর তেজগাঁওয়ে রাবেয়া আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে।

রোববার রাতে এ ঘটনা ঘটে।

রাবেয়ার বাড়ি পটুয়াখালী। তার বাবা ফজলুল হক দৃষ্টিপ্রতিবন্ধী। তেজগাঁওয়ের ৬৮৩ নাখালপাড়ায় তাদের বাসা।

রাবেয়ার মা মমতাজ বেগম জানান, রাবেয়া আক্তার তেজগাঁও মহিলা কলেজের ব্যবসা শিক্ষার ১ম বর্ষের ছাত্রী ছিল। কয়েকদিন ধরে সে পেটে ব্যথার জন্য পড়াশুনা নিয়মিত না করায় রোববার রাত সাড়ে ১০টার সময় তাকে বকাঝকা করলে সে অভিমান করে কীটনাশক জাতীয় কিছু খায়। তাকে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে সেখানে গলায় পাইপ ঢুকিয়ে পাকস্থলি পরিষ্কার করা হয়।

বাসায় নিয়ে আসার কিছুক্ষণ পর তার গলা ফুলে গেলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি বর্তমানে মর্গে রয়েছে।

শেয়ার করুন