সারা দেশের ১০২টি উপজেলা পরিষদের নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
যে ১০২টি উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে, সেগুলো হলো পঞ্চগড়ের সদর, বোদা, আটোয়ারী দেবীগঞ্জ উপজেলা; দিনাজপুরের কাহারোল, খানসামা উপজেলা; নীলফামারীর ডিমলা, সৈয়দপুর ও জলঢাকা উপজেলা; রংপুরের সদর, গঙ্গাচড়া, তারাগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ ও কাউনিয়া উপজেলা; কুড়িগ্রামের ভুরুঙ্গামারী, ফুলবাড়ী ও উলিপুর উপজেলা; গাইবান্ধার সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলা; জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা; বগুড়ার দুপচাঁচিয়া, সারিয়াকান্দি, ধুনট, নন্দীগ্রাম, শেরপুর ও সোনাতলা উপজেলা।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ; নওগাঁর রানীনগর, মান্দা ও মহাদেবপুর উপজেলা; রাজশাহীর মোহনপুর উপজেলা; নাটোরের সিংড়া উপজেলা; সিরাজগঞ্জের সদর, কাজীপুর, রায়গঞ্জ, উল্লাপাড়া উপজেলা; পাবনার সাঁথিয়া, সুজানগর ও আটঘরিয়া উপজেলা; মেহেরপুরের সদর উপজেলা; কুষ্টিয়া সদর, ভেড়ামারা উপজেলা; ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও শৈলকুপা উপজেলা; যশোরের অভয়নগর উপজেলা; মাগুরার শ্রীপুর ও সদর উপজেলা; নড়াইলের কালিয়া উপজেলা; খুলনার দিঘলিয়া ও কয়রা উপজেলা; সাতক্ষীরার আশাশুনি উপজেলা; পটুয়াখালী সদর উপজেলা; ভোলার বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলা; বরিশালের গৌরনদী ও বাকেরগঞ্জ উপজেলা।
টাঙ্গাইল সদর উপজেলা ; জামালপুরের সদর ও সরিষাবাড়ী উপজেলা; শেরপুরের নকলা উপজেলা; নেত্রকোণার দুর্গাপুর ও কেন্দুয়া উপজেলা; কিশোরগঞ্জের করিমগঞ্জ, বাজিতপুর ও নিকলী উপজেলা; মানিকগঞ্জের দৌলতপুর, সিংগাইর, সাটুরিয়া ও শিবালয় উপজেলা; ঢাকার ধামরাই, দোহার ও নবাবগঞ্জ উপজেলা; গাজীপুরের কাপাসিয়া উপজেলা; নরসিংদীর পলাশ ও বেলাবো উপজেলা; রাজবাড়ীর সদর, বালিয়াকান্দি ও পাংশা উপজেলা; গোপালগঞ্জের কাশিয়ানী ও মকসুদপুর উপজেলা; মাদারীপুরের কালকিনি উপজেলা।
শরীয়তপুরের ভেদরগঞ্জ, জাজিরা, ডামুড্যা, গোসাইরহাট উপজেলা; সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, দোয়রাবাজার ও ছাতক উপজেলা; সিলেটের বিশ্বনাথ, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোপালগঞ্জ, গোয়াইনহাট, জৈন্তাপুর ও বিয়ানীবাজার উপজেলা; মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা; হবিগঞ্জের বাহুবল ও মাধবপুর উপজেলা; বি-বাড়িয়ার আখাউড়া উপজেলা; কুমিল্লার মেঘনা উপজেলা; চাঁদপুরের শাহরাস্তি উপজেলা; ফেনীর সোনাগাজী উপজেলা; চট্টগ্রামের হাটহাজারী ও মিরসরাই উপজেলা; খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা, মহালছড়ি, পানছড়ি ও মানিকছড়ি উপজেলা।