বাংলাদেশ থেকে ভারতে আসার পথে দুই বোনকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।
রোববার সকালে কান্নার আওয়াজ শুনে বিএসএফের জওয়ানরা ওই দুই তরুণীকে উদ্ধার করেন৷ ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার গাইঘাটায়৷
পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসার পথে ওই দুজনকে ধর্ষণ করা হয়৷ অভিযোগ, দুজন বাংলাদেশি যুবক মিলে তাদের ধর্ষণ করেছে৷ এরপর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ অভিযুক্ত দুই যুবককে এখনো গ্রেফতার করা যায়নি৷
এদিকে এই ঘটনার সত্যতা স্বীকার করে বিএসএফের ডিআইজি মি. তিওয়ারি রোববার রাতে জানান, শনিবার এই ধর্ষণের ঘটনা ঘটে। রোববার সকালে বাংলাদেশের দৌলতপুরের বাসিন্দা ওই দুই বোনকে পশ্চিমবঙ্গের গাইঘাটা থানার আঙড়াইল সীমান্ত থেকে বিএসএফ উদ্ধার করে। এরপরই প্রাথমিক চিকিৎসার জন্য বনগাঁ মহুকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাদের।