নোয়াখালীর মাইজদীতে অর্ধ শতাধিক দোকানে আগুন

0
295
Print Friendly, PDF & Email

নোয়াখালী জেলা শহর মাইজদীতে ভয়াবহ আগুনে ৫০টির বেশি দোকান পুড়ে গেছে। আজ ভোর চারটার দিকে এ অগ্নিকান্ডে ফিরোজা শপিং কমপ্লেক্স, মাইজদী হকার্স মার্কেটের একাংশসহ আরো কয়েকটি দোকান ভস্মিভুত হয়।

আগুনে কাপড়, কসমেটিক, কম্পিউটার, ফার্মেসি, মোবাইল সেইলসের দোকানসহ অর্ধ শতাধিক দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের নোয়াখালী ইউনিটের সহকারী পরিচালক মো. মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন নিয়ন্ত্রণে আনতে মাইজদী ও চৌমুহনীসহ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

শেয়ার করুন