সরকারকে সাংবাদিকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

0
118
Print Friendly, PDF & Email

দৈনিক ইনকিলাবের আটককৃত চার সাংবাদিককে মুক্তি দিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাংবাদিক সমাজ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাহেদ চৌধুরী সাংবাদিকদের পক্ষ থেকে এ আল্টিমেটাম দেন।

চার সাংবাদিককে আটকের প্রতিবাদে শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লার প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন সাংবাদিকরা।
শাহেদ চৌধুরী বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ইনকিলাব অফিস চালু ও আটককৃত সাংবাদিকদের মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

প্রতিবাদ সভায় ডিআরইউ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত আটটার পর রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের দৈনিক ইনকিলাব কার্যালয়ে তল্লাশি চালিয়ে ছাপাখানা সিলগালা করার পাশাপাশি বার্তা সম্পাদকসহ চারজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

এরা হলেন দৈনিক ইনকিলাব-এর বার্তা সম্পাদক রফিউল্লাহ রবি, উপপ্রধান প্রতিবেদক রফিক মোহাম্মাদ, কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিক ও জ্যেষ্ঠ প্রতিবেদক আফজাল বারী।

শেয়ার করুন