মহাবৈষ্ণব হয়ে গেছেন খালেদা: সুরঞ্জিত

0
108
Print Friendly, PDF & Email

‘খালেদা জিয়া মহাগণতান্ত্রিক হয়ে গেছেন, তিনি মাছ মাংস ছেড়ে মহাবৈষ্ণব হয়ে গেছেন।” মন্তব্য করে খালেদা জিয়াকে ব্যঙ্গ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

‘পুত্র হয় পিতৃভক্ত বিবাহেরকালে’ উল্লেখ করে বিএনপি নেতার উদ্দেশে সুরঞ্জিত বলেন, “খালেদা জিয়া এই সরকারকে অবৈধ বলছেন, আবার এই সরকারের অধীনেই আলোচনা করে নির্বাচন চান। তার বক্তব্য অনুযায়ী এই অবৈধ সরকারের অধীনে আলোচনা হলে সেটাও তো অবৈধ হবে।”

শুক্রবার দুপুরে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনায়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিরোধী দল ও কুটনীতিকদের ইঙ্গিত করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “তারা সবাই মিলে দিন-তারিখ ঠিক করে অল্প বয়সী পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে চেপে ধরেছিলেন জুন মাসের মধ্যেই পুনঃনির্বাচন দিতে হবে।”

তিনি বলেন, “জুন মাসে নির্বাচন হবে। তবে সেটা ২০১৪ এর জুন মাসে ২০২১ সালের জুন মাসে নির্বাচন হবে তাই দেখার বিষয়।”

গ্রহণযোগ্য নির্বাচনে গ্রহণযোগ্য রাজনীতির দরকার দাবি করে সুরঞ্জিত বলেন, “নির্বাচনের জন্য গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি করতে হলে উগ্রতা ও জঙ্গিবাদ দমন করতে হবে।”

সুরঞ্জিত বলেন, “খালেদা জিয়া গণতন্ত্রের সাথে জঙ্গীবাদ মিশিয়ে পেট্রল, ককটেল বোমা, সংখ্যালঘুদের উপর হামলা করে যেসব ভুল করেছেন তার জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।”

ঢাকা-৭ এর নির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সতীশ চন্দ্র রায়, ফয়েজ উদ্দিন মিয়া, হারুনুর রশীদ, হুমায়ুন কবির মিজি প্রমুখ।

শেয়ার করুন