ভারতের ভোপালের পুলিশ সদস্য কমল সিং রাজপুত আত্মহত্যা করে প্রমাণ করলেন যে তিনি অনুপস্থিত ছিলেন না। অফিসের হাজিরা খাতায় অনুপস্থিত দেখানোয় নিজের বুকে গুলি চালিয়ে উপস্থিতির প্রমাণ দিলেন সাঁচি পুলিশ স্টেশনের এই সহকারি সাব-ইন্সপেক্টর। সাঁচি থানার ইনচার্জ পুরেন্দ্র সিং জানিয়েছেন, ‘কমল সিং-এর ছিল রাতের ডিউটি। নিয়ম অনুযায়ী, রাত বারোটার মধ্যে তাঁর উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু কমল থানায় আসে রাত আড়াইটে নাগাদ। স্বাভাবিক নিয়মেই হাজিরা খাতায় ওকে অনুপস্থিত দেখানো হয়েছিল।’ এমতাবস্থায় নামের পাশে অনুপস্থিত লেখা দেখেই খেপে যান কমল সিং। তিনি চেঁচিয়ে বলতে থাকেন যে চাকরি জীবনে একদিনও তিনি অনুপস্থিত হননি। চেঁচামেচি করতে করতে নিজের পুলিশের ইউনিফর্ম খুলে ফেলেন তিনি। ছুটে থানার সামনেই নিজের ভাড়া বাড়িতে যান কমল। ঘরে ঢুকে দরজা বন্ধ করে সার্ভিস রিভলবার দিয়ে নিজের বুকে গুলি চালান এই রাজপুত।