মির্জাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

0
274
Print Friendly, PDF & Email

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াইতে একটি মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত এবং অপর এক আরোহী আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শ্রীবাস চন্দ্র সরকার(২২)। সে উপজেলার চানপুর গ্রামের বিনত চন্দ্র সরকারের ছেলে। দুর্ঘটনায় আহত একই উপজেলার লতিফপুর গ্রামের আমির হামজা (৩৫) কে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের বাবা জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে মোটরসাইকেল নিয়ে তারা চানপুর থেকে গোহাগপাড়া বাজারে আসছিল। এ সময় ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে মোটরসাইকেলটি চূর্ণ-বিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই শ্রীবাস মারা যান এবং আমির হামজা গুরুতর আহত হন।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) যুবাইদুল আলম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন